ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি প্রার্থী হতে পটিয়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আবদুল হাকিম রানা, পটিয়া :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন। এর আগে ২০ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাধ্যমে লিখিত আবেদন জানান উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

 

তিনি বলেন, ‘জীবনের অধিকাংশ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের রাজনীতি করেছি। এখন জীবনে অন্তিম লগ্নে এমপি পদে প্রার্থী হওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করবো। দল মনোনয়ন দিলে আমি আশাবাদী চট্রগ্রাম-১২ আসনে নৌকা বিজয়ী হবে।’