ই-পেপার | শনিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালী-কুতুবদিয়া আসনের ৬ প্রার্থী পেলেন প্রতীক

শওকত আলম :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান।

আওয়ামী লীগের মনোনীত আশেকউল্লাহ রফিককে নৌকা, ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুল আলমকে আম, সুপ্রিম পার্টির মোহাম্মদ খায়রুল আমিনকে একতারা, ইসলামি ফ্রন্টের জিয়াউর রহমানকে চেয়ার, জাতীয়তাবাদী আন্দোলনের শরীফ বাদশাকে নোঙর, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুসকে মিনার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।