ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হালিশহরে জামায়াতের আমীরসহ ৪ নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

নগরের হালিশহর থানায় ঝটিকা মিছিলে ধাওয়া করে আকবরশাহ থানা জামায়াত ইসলামীর আমীরসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে বৌবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলো- আকবর শাহ থানা জামায়াত ইসলামীর আমীর আব্দুস সবুর, শ্রমিক ফেডারেশনের পাহাড়তলী থানা সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সাথী মো. রায়হান ও সাহেদ মজুমদার।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত-শিবির ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে।

তাদের মিছিলে বউবাজার পানির ট্যাংক এলাকায় পুলিশের মুখোমুখি হয়। পালানোর সময় চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।