ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ইমাম হোসাইন (র:) কমপ্লেক্স ও মাদরাসা পরিদর্শন করলেন লন্ডন প্রবাসী সমাজসেবী পারভিন সুলতানা

আবদুল হাকিম রানা, পটিয়া:

চট্টগ্রামের পটিয়ায় হজরত ইমাম হোসাইন (রঃ) কমপ্লেক্স ও মাদরাসা সোমবার পরিদর্শন করেছেন লন্ডন প্রবাসী সমাজ হিতৈষী পারভীন সুলতানা চৌধুরী। এ সময় তাঁর সাথে ছিলেন সমাজসেবক মুহাম্মদ শামসুল আলম চৌধুরী, মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুপার আলহাজ্ব মাওলনা আবু বাকার।

 

পারভীন সুলতানা কমপ্লেক্স ও মাদরাসাটি ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, যারা আল্লাহ এবং রাসুলের সান্নিধ্য পেতে চায় তাদেরকে প্রথমে মাদরাসাকে ভালবাসতে হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা:) বলেছেন- যারা এতিমদের ভালবাসবে তারা হাশরের ময়দানে আমার খুবই নিকটে থাকবে। যেমন, দুই আঙ্গুলের মধ্যবর্তী দূরত্ব। তিনি আলোকিত দেশ ও সমাজ গড়ার জন্য সমাজের অগ্রসর সব মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারবে না। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি এ প্রতিষ্ঠানে দিনদিন ছাত্র বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এ মাদরাসার উন্নয়ন- অগ্রগতির জন্য আজীবন সহায়তা দিয়ে যাবেন বলে কথা দেন।

তিনি হজরত ইমাম হোসাইন (রঃ) এর মতো আদর্শিক নীতিবান আলেম তৈরীর জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪