ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যরাতে গ্যারেজে আগুন, পুড়লো অটোরিকশা-মোটরসাইকেল

চট্টগ্রাম ব্যুরো :

নগরের হালিশহরে অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা ২০টি সিএনজি অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল পুড়ে গেছে।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বউবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, রাতে একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটে।

 

এতে ২০টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।