ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিপুল ইয়াবাসহ তিন মাদক কারবারী আটক

নুর মোহাম্মদ, ককসবাজার:

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । এ সময় তিনজন মাদককারবারীকে আটক করা হয়েছে। রবিবার ১৯ নভেম্বর ভোরে এ অভিযান চালানো হয়।

একই দিন বেলা ২টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিকদল টেকনাফের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৬ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে উপজেলার মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‌্যাবের এই কমকর্তা জানান।