ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাসে-ট্রাকে আগুন

চট্টগ্রাম ব্যুরো :

নগরের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি মিনি ট্রাক ও একটি মিনি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টা ও পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত পৌনে আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

 

তিনি আরও বলেন, বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিনি ট্রাকে আগুন ধরেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বাসের ব্যাটারি সংযোগ স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।