ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাটির দেয়াল চাপায় নিহতদের পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন

কক্সবাজার অফিস :

ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে টেকনাফের হ্নীলায় মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের মা-সন্তানসহ ৪ জন নিহত হন। এই ঘটনার পর নিহতদের পরিবারকে কোস্ট ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা দিয়েছে।

 

গত শুক্রবার (১৭ নভেম্বর) গভীর রাতে ভারি বৃষ্টিতে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনার মৃত ঠান্ডা মিয়ার পুত্র ফকির আহমদ (৬৭) এর নির্মিতব্য বাড়ির মাটির দেয়াল একাংশ ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফার ইয়াছমিন (১৫) ও সাদিয়া আক্তার (১১) মারা যান। নিহতের পরিবারের ভাগ্যক্রমে বেঁচে যাওয়া ফকির আহমদকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে শনিবার (১৮ নভেম্বর) হ্নীলা ইউনিয়ন পরিষদে কোস্ট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

এই সময় হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমেদ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলার সভাপতি তারেক মাহামুদ রনি, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক (কোর প্রোগ্রাম) তারিক সাঈদ হারুন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, উর্ধ্বতন কর্মকর্তা আশেকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, আহমদ উল্লাহ উপস্থিত ছিলেন।

 

ইতিপূর্বে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত ১৭৫০ পরিবারকেও কোস্ট ফাউন্ডেশন নগদ অর্থ সহায়তা দিয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট