ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শাকের বিন ফয়েজ :

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী দুইজনকে গ্রেফতার করছে র‌্যাব-১৫ ।

 

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া অভাযান চালিয়ে ১৬ নভেম্বর ৭.০৫ টায় বদি আলম এবং এনায়েত উল্লাহ নামে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদককারবারীদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয় ১। বদি আলম (২৬), পিতা-মৃত আমির হোসেন এবং ২। এনায়েত উল্লাহ(১৮), পিতা- জহির আহম্মদ, উভয় সাং-মৌলভীপাড়া, ওয়ার্ড নং-০৮, ইউনিয়ন সদর, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।