ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পেশাজীবী বৃত্তি পরিক্ষার সনদ ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী :

মহেশখালীর শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড আয়োজিত মেধা বৃত্তি ২০২৩ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে ।

এডভোকেট সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি।

গত ৮ ডিসেম্বর ২য় বারের মত ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

একই দিন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। সরকারের উপসচিব ও চট্টগ্রাম মেয়রের একান্ত সচিব মো:আবুল হাসেম, ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ আলী আক্কাস এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, শিল্পপতি মো: জয়নাল আবেদীন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ওসমান সরওয়ার, সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মাহমুদ। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে স্কুলব্যাগ প্রদান করা হয়।