ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর সাতদিন পর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মো. মাঈন উদ্দিন (১৪) নামে এক শিশু চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় থেকে সাতদিন পর গত রাত ১২টায় মারা যান।মারা যাওয়া শিশু মাঈন উদ্দিন উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আলী বাপের বাড়ির মো. রফিকের পুত্র।

 

গত শুক্রবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেখেরখীল ইউনিয়ন পরিষদের সামনে অভ্যন্তরিণ সড়কে ট্রলি গাড়ী উল্টে ৪জন আহত হয়। এদের মধ্যে মাঈন উদ্দিন গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ওইদিন তাকে চমেক প্রেরণ করেন।

 

নিহতের মামাতো ভাই মো. নুরুল কবির বলেন, ‘ঘটনার পরদিন সাথে সাথে তাকে চমেকে নিয়ে যাওয়া হয়। সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। দীর্ঘ সাতদিন চিকিৎসাধিন থেকে গতরাত বমি হলে তার পরক্ষণে মারা যায় সে।