ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দু’টি রাস্তা ও চারটি ডেইন কালভার্ট উদ্বোধন করলো : নেছার আহমদ

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

মৌলভীবাজার সদর উপজেলার ফাজিলপুর-জগৎসী এবং গিয়াসনগর বাজার-আনিকেলী রাস্তা ও ৪টি ডেইন কালভার্ট উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। রবিবার (১২ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ ১২নং গিয়াসনগর ইউপি শাখার উদ্যোগে অফিস বাজারে ১২নং গিয়াস নগর ইউপি আওয়ামী লীগের সভাপতি অমুল্য পালের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

 

১২নং গিয়াস নগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিলা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, ১২নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু।