ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে উদ্বোধন হলো ফিফা স্ট্যান্ডার্ড টার্ফের

বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম:নগরে একেসি প্লের উদ্যোগে ফিফা স্ট্যান্ডার্ড টার্ফ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ মে) এ টার্ফের উদ্বোধন করেন চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি।

 

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।একেসি প্লের প্রতিষ্ঠাতা পরিচালক আবু নাসের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু।

 

এতে আরও উপস্থিত ছিলেন, একেসি পরিবারের পক্ষে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত চৌধুরী, মেরিন সিটি মেডিক্যাল কলেজের পরিচালক আবুল মনসুর চৌধুরী, মহানগর আওয়ামী লীগের নেতা মো. ঈছা, রায়হান ইউসুফ ও কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, বায়েজিদ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।