ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়া লিটল জুয়েলস এর পুরুস্কার বিতরণ

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ায় লিটল জুয়েলস চাইল্ড কেয়ার এর বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টান আজ শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্টানে সভাপতিত্ব করেন লিটল জুয়েলস চাইল্ড কেয়ার এর অধ্যক্ষ ও পরিচালক মোঃ সেলিম, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারম্যান লায়ন মোঃ দিদারুল ইসলাম উদ্বোধক ছিলেন পটিয়া ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা এম নজরুল ইসলাম খান, পৌরসভার সাবেক কাউন্সিলর হাসান মুরাদ পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, লিটল জুয়েলস এর পরিচালক মোঃ জাহেদুল হক, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, পটিয়া পৌরসভা গাউছিযা কমিটির সহ অর্থ সম্পাদক মো: আরাফাতুর রহমান।অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয়া বড়ুয়া।

 

এতে বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে কিন্ডারগার্টেন গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আধুনিক শিক্ষার সরকার প্রদত্ত কারিকুলাম অনুস্মরণ করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সমন্বয় সাধনের আহবান জানান। পরে ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।