ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, শিশুর মৃত্যুরপর থানায় মামলা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলীতে ভূমি বিরোধের সালিসি বৈঠকে সাইমা আকতার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মেরে নবজাতক শিশু হত্যার অভিযোগে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন ভূক্তভোগী নারীর স্বামী মোহাম্মদ ওসমান।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৬ জুলাই বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকায় দু’পক্ষের মারামারি ঘটনা ঘটে। এঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীকে লাথি মারার ঘটনা ঘটে। এতে তার অনাগত সন্তান মারা যায়। মৃত সন্তান প্রসবে ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে একই এলাকার মৃত আবুল হাশেমের পুত্র মো. হেলাল (২২), মো. লিটন (৩০) ও মো. বেলালকে (৩৫) আসামী করে থানায় মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মামলা এজাহার সূত্র জানায়, গত ৬ জুলাই বিকেলে ভূমি বিরোধের জের ধরে উপজেলার জুলধা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকায় দর্জি মোহাম্মদ ওসমান (২৩) ও আবুল হাশেমের পরিবারের সঙ্গে ভূমি বিরোধের সালিশী বৈঠকে মারামারির ঘটনা ঘটে। এঘটনায় দর্জি মোহাম্মদ ওসমানের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি দেন প্রতিপক্ষের লোকজনরা। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ জুলাই) রাতে সাত মাসের মৃতকন্যা সন্তান প্রসব করেন ভূক্তভোগী নারী সাইমা আকতার। এঘটনায় মৃত হাশেমের তিনপুত্রকে আসামী করে থানায় মামলা দায়ের করেন স্বামী মোহাম্মদ ওসমান।

মামলার বাদী মোহাম্মদ ওসমান বলেন, ‘এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়েছে তারা। আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী জানাচ্ছি।’

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪