ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক মাংস ব্যবসায়ী নুরুল হাকিমকে ৫ হাজার টাকা ও মুদি দোকান শামিমকে ২ হাজার টাক জরিমানা করা হয়।অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা সাথে সাথে আদায় করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রোমেন শর্মা। তিনি বলেন, প্রথমবারের মতো সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আগামীতে আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলে প্রচলিত আইন মেনে চলবেন।পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সতর্ক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা চালিয়ে যেতে বলেন তিনি।পরে তিনি বাইশারী বাজারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, প্রাণী সম্পদ অফিসার ছৈয়দ নুর, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, সেক্রেটারি জাহেদুল ইসলাম রুবেল প্রমুখ।

সিএনএন বাংলা২৪