ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট মহাসড়কে চারিয়া বোর্ড স্কুল এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহতসহ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৯জন নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু ৩ জন, মহিলা ২ জন ও পুরুষ ২ জন। গুরুতর আহত অবস্থায় আরো ১জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পটিয়া উপজেলার রওশন হাট এলাকা থেকে পুরো পরিবার ফটিকছড়ি উপজেলায় বেড়াতে যাচ্ছিলো। তারা সকলেই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন বলে জানা গেছে।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের কর্মী এবং নিকটস্থ থানার কর্তব্যরত পুলিশ টিম পরিদর্শন করেছেন। ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জন এবং গুরতর আহত ৩জন কে চিকিৎসাধীন অবস্থায় চমকে হাসপাতালে নিয়ে গেলে ২জন মারা যায় বলে উপস্থিত জনতার সূত্রে জানা গেছে। তবে আরো ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায়।