ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শেখ রাসেল চ্যালেঞ্জকাপ ক্রিকেটের পুরস্কার বিতরণ

চট্টগ্রাম অফিস :

শেখ রাসেল চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের ফাইনাল-পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ৩ নভেম্বর , শুক্রবার দামপাড়া পুলিশ লাইন মাঠে শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাবেক চসিক মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মশিউর রহমান চৌধুরী,অহিদ সিরাজ স্বপন।
ফাইনালে অংশ গ্রহণ করে এস এ ক্রিকেট দল ও বেসিক ক্রিকেট টিম।

 

সিএনএন বাংলা২৪