ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় অবৈধ অস্ত্রসহ আরসার সন্ত্রাসী গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে আবদুল মোতালেব নামের একজন আরসার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৫’র মিডিয়া সমন্বয়কারী জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি অংশগ্রহণ করে।ওই অভিযানে তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

তিনি উখিয়া উপজেলার ঘোনারপাড়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১ এর আবদুল মালেক’র পুত্র আব্দুল মোতালেব ওরফে হেফজুর রহমান (২৬) বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনে নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিএনএন বাংলা২৪