ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় অবৈধ অস্ত্রসহ আরসার সন্ত্রাসী গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে আবদুল মোতালেব নামের একজন আরসার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৫’র মিডিয়া সমন্বয়কারী জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবি অংশগ্রহণ করে।ওই অভিযানে তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসী গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

তিনি উখিয়া উপজেলার ঘোনারপাড়ার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/১ এর আবদুল মালেক’র পুত্র আব্দুল মোতালেব ওরফে হেফজুর রহমান (২৬) বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনে নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট