ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ইমাম হোসাইন কমপ্লেক্সে পুরুস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পটিয়া :

 

পটিয়ার নিমতল হজরত ইমাম হোসাইন (রঃ) কমপ্লেক্সে ১২ দিনব্যাপী পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম। উদ্বোধক ছিলেন, ছালেহ আহম্মদ, হাছান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক নেতা কামরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন বিএমএসএফ এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল হাকিম রানা, সমাজসেবক সাবের আহমদ, নেছার আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএমএসএফ সাধারণ সম্পাদক এসএমএ জুয়েল। আখেরী মোনাজাত পরিচালনা করেন হজরত ইমাম হোসাইন (রঃ) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আল্লামা আলহাজ্ব আবু বাকার আল কাদেরী।

 

 

মাহফিল পরিচালনা করেন, মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা আব্বাস উদ্দিন ও মুহাম্মদ সাজ্জাদ হোসাইন। পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন এবং অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, বর্তমান এ কঠিন সময়ে ছেলেমেয়েদের প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কোরআন সুন্নাহর আলোকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যথায় তারা নীতিভ্রষ্ট হয়ে বিপথে পরিচালিত হবে। তারা পাট্যক্রমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও সাহিত্য-সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।