ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৩০ মিটার ধস

ফরিদপুর সংবাদদাতা :

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর তীর বাঁধের ৩০ মিটার এলাকা ধসে পড়েছে। বাঁধের ওপর দিয়ে ভারি পাইপলাইন বসিয়ে বালু লোড-আনলোড করার কারণে এ ধস, বলছে পানি উন্নয়ন বোর্ড।দেখা যায়, উপজেলা সদর ইউনিয়নের তিলারচর গ্রাম এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ধসে গেছে। এই বাঁধের ওপর ভারি পাইপলাইন দিয়ে বাল্কহেড থেকে বালু লোড-আনলোড হচ্ছিলো বলে জানান স্থানীয়রা।

 

রোববার (৫ নভেম্বর) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাঁধের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান উপস্থিত ছিলেন।প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে ভূমিধসের ঘটনা ঘটেছে। পদ্মা তীরের রক্ষা বাঁধ নিয়ে বালু ব্যবসায়ীদের নাশকতামূলক কর্মকাণ্ডের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পদ্মা নদীর পানি নেমে যাওয়ার পর ধসে পড়া অংশ মেরামত করা সম্ভব হবে বলে জানান তিনি।

 

জানা যায়, শাহিনুজ্জামান নামে এক বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছেন। এ কারণে পদ্মা তীর সংরক্ষণ বাঁধের নিচের মাটি সরে গিয়ে প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ বিষয়ে জানতে বালু ব্যবসায়ী শাহিনুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। চরভদ্রাসন ইউএনও মো. মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু উত্তোলন ও নিষ্কাশন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিএনএন বাংলা২৪