ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তানেরও এখন বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে: মুরালিধরন

সিএনএনবাংলা ক্রীড়া ডেস্ক :

 

ক্রিকেট বিশ্বকাপে উড়ছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোর পর পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তারা। ৫ ম্যাচের দুটিতে জিতে বেশ ভালো অবস্থানে রয়েছে তারা। বাকি চার ম্যাচে জয় পেলে সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। সেখানে যে কোনো কিছুই ঘটতে পারে। আফগানিস্তানের প্রতিভার প্রশংসা বিশ্বজুড়ে। এবার তাদের প্রতিভারই প্রশংসা করলেন লঙ্কান কিংবদন্তি বোলার মুত্তিয়াহ মুরালিধরন।

 

 

৩০ অক্টোবর আফগানদের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আইসিসির ব্রান্ড অ্যাম্বাসেডর মুরালিধরন বলেন, ‘নেদারল্যান্ডসই কেবল বিশ্বকাপে টেস্ট স্ট্যাটাসের বাইরে দল। আফগানিস্তানের যে প্রতিভা আছে তারা বিশ্বকাপও জিততে পারে। তারা যেভাবে খেলছে সেটা সবাইকে অবাক করছে না।’ তবে নেদারল্যান্ডসের এত ভালো খেলাতে কিছুটা অবাক হয়েছেন মুরালিধরন। তিনি বলেন, ‘নেদারল্যান্ডসের খেলা আমাদের অবাক করেছে। তারা এই বিশ্বকাপে বড় দুটি দলকে হারিয়েছে। তারা যেকোনো পিচে ভালো খেলতে পারছে। এটা তাদের জন্য বিশেষ একটি টুর্নামেন্ট। যদি এখানে আরও কিছু সহযোগী দেশকে যোগ করা হয় তাহলে টুর্নামেন্টটি অসাধারণ হবে।’

 

 

আফগানিস্তান ১৯৯৬ সালের শ্রীলঙ্কার মত বিশ্বকাপ জয় করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মুরালি বলেন, ‘তাদের সময়ের অন্যতম সেরা বোলিং লাইনআপ রয়েছে যেখানে আছে চার স্পিনার। ফারুকি অনেক দক্ষতাসম্পন্ন বোলার যে আইপিএলে খেলছে। তাদের ব্যাটিং লাইনআপও শক্তিশালী। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে যা আমরা ১৯৯৬ সালের বিশ্বকাপে খেলেছিলাম।’

সিএনএনবাংলা২৪