ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

গুলশানের বাসভবন থেকে মির্জা ফখরুল আটক

নিজস্ব প্রতিবেদক , ঢাকা:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।রোববার (২৯ অক্টোবর) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে ডিবি পুলিশ।

 

মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় গিয়ে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।তবে পুলিশের পক্ষ থেকে ফখরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা অন্যান্য দলগুলো।

সিএনএনবাংলা২৪