ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

এসএম জয়, বগুড়া :

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ইমরান ফকির (২৬) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

 

তিনি উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর আপুছাগাড়ীর আলীম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইমরান ফকিরকে আসামী করে ধর্ষণ ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী সৌদি প্রবাসী। ইমরান তদের পূর্বপরিচিত হওয়ায় তার সাথে নিয়মিত মোবাইল ফোনে এবং সাক্ষাতে কথা বলাসহ স্বামীর অবর্তমানে ওই বাড়িতে আসা-যাওয়া এবং প্রয়োজনীয় বাজার করে দিত। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে প্রবাসীর বাড়িতে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ এবং অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি তুলে রাখে ইমরান। সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরপর থেকেই প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ এবং গত ৮ অক্টোবর সন্ধ্যায় আবারো ধর্ষণ করে ইমরান।

 

এরপর বিরক্ত হয়ে ওই যুবকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ কারণে ইমরান ক্ষিপ্ত হয়ে ধর্ষণের সময় ধারণকৃত ভিডিও এবং অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি প্রবাসী স্বামী এবং আত্মীয় স্বজনের ইমুতে পাঠিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

 

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ জয়সাগরপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় মামলা দায়েরের পর আসামী ইমরানকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে শুক্রবার (২৭শে অক্টোবর) তাকে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪