ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

আবুল কাসেম, মহেশখালী :

 

৭ই সেপ্টেম্বর ভোর ০২:৩০টায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল গফুর (৩২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার একটি টিম অভিযান চালিয়ে আব্দুল গফুরকে আধারঘোনা এলাকার ছাবেইক্যার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

এ সময় তার হেফাজতে থাকা দেশীয় তৈরি একনলা বন্দুক এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উল্লেখ্য, তার বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা, অপহরণ মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২টি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

 

অভিযান পরিচলা টিমে নেতৃত্ব দিয়েছেন এসআই আবু বক্কর সিদ্দিক, এসআই মহিউদ্দিন ভূঁইয়া, এএসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই ফিরোজ আলম ও রাত্রিকালীন মোবাইল ডিউটির অফিসার এসআই অপু দে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪