ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩টি ওয়ানশ্যুটার গানসহ অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩টি ওয়ানশ্যুটার গান, বন্দুক ও গুলিসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএন এই অভিযান চালায়।

 

১৪ এপিবিএন’র অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সহ-অধিনায়ক, পুলিশ সুপার মুহাম্মদ সাইফুজ্জামানের তত্ত্বাবধানে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৪, মেইন ব্লক-সি, সাব ব্লক-সি ৫ এ- র বাসিন্দা আনসারুল্লাহর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩ টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসময় আনসারুল্লাহর স্ত্রী রোহিঙ্গা ইয়াছমিন আরা (২৭) কে গ্রেপ্তার করা হয়।

 

অভিযান পরিচালনাকারী এপিবিএন’র সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব জানান, অভিযানকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় অভিযানকারী দলও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪