ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে বিদেশী মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক , কক্সবাজার :

টেকনাফের সাবরাং ৩৭ বোতল বিদেশী মদ এবং ২১২ ক্যান বিয়ার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব । র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফের সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া থেকে ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টা.৩০ মিনিটে একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে অপর একজন পালিয়ে যায়। এসময় ২১২ ক্যান বিয়ার এবং ১৭ টি বিদেশী কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইসমাইল (২২), পিতা-হোসেন, মাতা-নাছিমা বেগম, সাং-কালিয়াখালী, ২নং ওয়ার্ড, ইউনিয়ন-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। র‌্যাব সুত্রে জানা যায়, উদ্ধারকৃত বিদেশী মদ ও ক্যান বিয়ারসহ ধৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।