ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শফিক

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে উপজেলার দাপুনিয়া ইউনিয়নে ৭৩ নং গোষ্টা কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

 

এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে নিয়মিত স্কুলে আসার উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট বল, চকলেট, পেন্সিল, কলম, খাতা, কার্টার, পেন্সিল, রাবার ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করেন।

 

একই দিনে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ন প্রকল্পে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্থানে ১হাজার করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ও প্রতিটি স্কুলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। উপজেলায় মোট ৩ হাজার চারা লাগানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

 

এসময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদেসিএর,নএন বাংলা২৪