ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজ কেন্দ্রে ১৪০৭ ভোট পেলেন সাকিব

মাগুরা প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তার নিজ কেন্দ্রে ভোট পেয়েছেন ১৪০৭টি। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৮০০।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত দড়ি মাগুরার ১১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ ফলাফল জানা যায়।

এদিন সকালে বাবা, বোন ও আত্মীয়-স্বজনদের নিয়ে ওই কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান। এর আগে শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।