ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে, গরুর মাংস

মাহমুদুল্লাহ রিয়াদ ময়মনসিংহ:

ময়মনসিংহে পবিত্র রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য ৫৫০ টাকা কেজি গরুর মাংস ও ১০০ টাকা ডজন ডিম বিক্রি শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) তারিখে বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুল।

 

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। উদ্যোক্তারা বলছেন, চাহিদার ওপর ভিত্তি করে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার এ দুদিন সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে।

 

উদ্বোধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক মৃদুল সিএনএন বাংলা২৪ কে বলেন, চাহিদা থাকলে ঈদ পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিনে পৌনে ৪০০ কেজি গরুর মাংস এবং পাঁচ হাজার ডিম সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়েছে। একজন সর্বোচ্চ এক কেজি মাংস ও এক ডজন ডিম কিনতে পারবেন।

 

মাংস নিতে আসা ক্রেতা জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের সামনেই গরু জবাই করা হয়। সেই গরুর মাংসই ৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যে মাংস বাজারে কমপক্ষে ৭৫০ টাকা কেজি।’

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, এ কার্যক্রমে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন এ কার্যক্রম চলবে। চাহিদা বিবেচনায় আরও পণ্য যোগ করা হবে।