ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনগরে পাঁচগাঁও শ্রী শ্রী দূর্গা মন্দিরের সেড এর উদ্বোধন

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

 

দশ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও সাধক সর্বনন্দ দাস আরাধিত শ্রী শ্রী দূর্গা মন্দিরের সেড এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলা পরিষদের বাস্তবায়নে সেডের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

 

এ সময় রাজনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিলন বকস, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল করিম সুমন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জুনায়েদ হোসেন, রাজনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।