ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবাধিকার কর্মী শাহ্ মোহাম্মদ রাজুল আলীকে বিদায়ী সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে তরুণ সাংবাদিক, সমাজ সেবক, মানবাধিকার কর্মী, আইনজীবী শাহ্ মোহাম্মদ রাজুল আলীর প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ইউসুফ আহমেদ এর সঞ্চালনায় সংবর্ধনাপূর্ব আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ বিভিন্ন সময়ে শাহ্ মোহাম্মদ রাজুল আলীর সহযোগিতার কথা স্মরণ করেন এবং তার সুস্থতা, সুন্দর ও সুখময় প্রবাস জীবন কামনা করেন।

পরে শাহ্ মোহাম্মদ রাজুল আলীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।