ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিলাদুন্নবি (সা:) মাহফিলে মেয়র আইয়ুব : রাসুলের জীবনাদর্শ বিশ্বজাহানের জন্য বরকতময়

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়া পৌরসদরের ৯নং ওয়ার্ডের হাদু চৌধুরীর বাড়ির ঈদে মিলাদুন্নবি (স:) মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল।

 

সভাপতিত্ব করেন হাদু চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নিজামুদ্দিন চিশতি। তাকরির করেন মাওলানা আহমদ হোসেন আল কাদেরী, অধ্যক্ষ জামিজুরী সিনিয়র মাদ্রাসা, আল্লামা হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ, উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম, মুফতি মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী, আরবী প্রভাষক, ছিপাতলী গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা, হাটহাজারী ও শহীদুল ইসলাম।

 

এতে পৌর মেয়র আইয়ুব বাবুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্বনবি হজরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক প্রেরিত। তার জীবনাদর্শ সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে এবং থাকবে।

 

তিনি বাতিল ফেরকার সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪