ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে সংঘর্ষে ছয়জন নিহত

সিএনএন বাংলা ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা বিশ মিনিটে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন। অন্যদের পরিচয় জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সকাল ৮টা বিশ মিনিটের দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা ২৪