মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলেই ফরিদুল আলম (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের চিকনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক স্থানীয় চিকনছড়ি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে মোঃ আলমের পরিবারের সাথে নিহত ফরিদুল আলমের পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত চারদিন আগে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধান করে দেওয়া হলেও দুপুরে তাদের মধ্যে আগের রেশ ধরে একটি ছাগলের ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ আলম দা নিয়ে আঘাত করলে ফরিদুল আলম ঘটনাস্থলে মারা যান।
দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান জানান, ঘাতক মো. আলমকে স্থানীয় জনতা ধরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে সোর্পদ করেছে। এ ঘটনায় নিহত ফরিদ আলমের স্ত্রী ফাতেমা বেগমের হাতে দায়ের কোপে গুরুতর আহত হয়। তিনি মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে মরদেহটি উদ্ধার করেন। সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪