ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়ে মিলাদ মাহফিল

কোহিনুর হেলাল, কক্সবাজার :

 

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৩ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত মিলাদ মাহফিল ও অনুষ্ঠান উদ্বোধন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভি।

 

মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল কবির নুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের ও সোহেল ইকবাল।

 

মিলাদ পরিচালনা করেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের খতিব মাওলানা শামসুল আলম। অনুষ্ঠানের শেষ অংশে ছাত্রছাত্রীদের হামদ-নাত, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪