শওকত আলম, কক্সবাজার :
কক্সবাজারের কলাতলীতে অবস্থিত শালিক রেস্তোরাঁর মালিক নাছির কর্তৃক রেস্তোরাঁর কর্মচারী সাইদ বিন আবদুল্লাহকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কক্সবাজার হোটেল রেস্তোরাঁ শ্রমিক ঐক্য পরিষদ শনিবার বিকাল ৩টায় কক্সবাজার কোর্টবিল্ডিং চত্বরে এই মানববন্ধন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গেল বৃহস্পতিবার রেস্তোরাঁর কর্মচারী আবদুল্লাহ কয়েক মিনিট দেরিতে আসায় শালিক রেস্তোরাঁর মালিক নাছির তাকে টর্চার সেলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দা অমানবিক নির্যাতন চালান।
ক’দিন আগেও শালিক রেস্তোরাঁর মালিক নাছিরের বিরুদ্ধে স্কুলছাত্রদের নির্যাতনের অভিযোগ আনেন কলাতলী স্কুলের ছাত্রছাত্রীরা।
মানববন্ধনে শ্রমিকনেতা রুহুল কাদের মানিক বলেন, শালিক রেস্তোরাঁর মালিক নাছির কিছুদিন আগেও শহরের বিরাম হোটেলের কর্মচারী ছিলেন। তিনি কীভাবে অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার মালিক বনে গেলেন এটা সবার প্রশ্ন।
তিনি বলেন, নির্যাতনকারী নাছিরের একটা টর্চার সেল রয়েছে। তিনি উপজাতি মেয়েদের চাকরির প্রলোভনে এনে সেখানে নিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে থাকেন। তার কুপ্রস্তাবে রাজি না হলে তাদেরও টর্চার সেলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করেন অভিযোগ রয়েছে।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিপীড়িক নাছিরকে বিচারের আওতায় আনার দাবি জানান নির্যাতনের শিকার সাদিকের পিতা আবদুল্লাহ।