ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হানিফ সাকিব, হাতিয়া :

 

দুনিয়ার মজদুর এক হও, বাংলাদেশের মেহনতী মানুষ এক হও- এ স্লোগানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাহবুব মোর্শেদ লিটন ।

 

এসময় হাতিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ।

 

উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ শুভ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহি উদ্দিন মুহিন, হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল রাজ্জাক, সোনাদিয়া ইউনিয়নের সভাপতি আয়ুব আলী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য মমতাজ ইকবাল, পৌর যুবলীগের সভাপতি আবদুল মালেক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুর জাম্মান আসাদ, আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক নুরুল আফছর রাহাদ, উপজেলা হুন্ডা সমিতির সভাপতি বাহার উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আয়াত উল্লাহ আয়াত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাজেদ উদ্দিন, দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন, সহসভাপতি সজিব রায়, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত, ইয়াছিন আরাফাত জামসেদ প্রমুখ।

 

এছাড়াও পৌর শ্রমিকলীগের সভাপতি প্রার্থী রাশেদ হাসানের নেতৃত্বে ৫ শতাধিক নেতা কর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হন।

 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে পুষ্পমাল্য অর্পণ , কেক কাটা, বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪