ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে এমপি কমল

নিজস্ব প্রতিবেদক, রামু:

কক্সবাজারের রামুর কাউয়ারখোপে রাস্তা উন্নয়নের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। বৃহস্পতিবার (১৩ জুলাই) রামু উপজেলার মনিরঝিলে উন্নয়ক কাজ পরিদর্শন করেন।

 

পরিদর্শন কালে তিনি জনদুর্ভোগ কমাতে সরকারের বাস্তবায়নাধীন সড়কের কার্পেটিং ও কালভার্টের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জহির উদ্দিন, আবুল কাশেম, সাংবাদিক খালেদ শহীদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি গ্রামীণ সড়কের উন্নয়নে আরো প্রকল্প গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪