ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের রামুতে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

নুর মোহাম্মদ :

জামাল হোছেন নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল ওসি (তদন্ত) নাজমুল হুদার নেতৃত্বে রবিবার ৮ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

আটককৃত ব্যক্তি রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির বড়ুয়া পাড়ার মৃত ফরিদ হোসাইনের পুত্র জামাল হোসেন ভুট্টো (৩০)। এসআই সুনয়ন বড়ুয়া জানান দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে আসছে। তিনি আরো জানান এলাকার লোকজন তাকে বাঁধা দিলে তাদের উপর নেমে আসত অত্যাচার ও নির্যাতন।

 

রামু থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে রামু থামায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪