ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জার্মানির ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এবং ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র সমঝোতা স্মারক

জাকির হোসেন সুমন, ইউরোপ ব্যুরোপ্রধান :

 

জার্মানির মুনসেনগ্লাডবাখে Hochschule Niederrhein, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এবং BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT) এর মধ্যে MoU সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে।

 

MoU সমঝোতা স্মারকপত্রটি সাক্ষর করেন Hochschule Niederrhein, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের পক্ষে প্রফেসর ড. মেরিয়ন হাফম্যান, রিপ্রেজেনটেটিভ, Hochschule Niederrhein, বিপণন এবং ব্যবসা প্রশাসনের অধ্যাপক।

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি বিইউএফটির পক্ষক সাক্ষর করেন মোঃ শফিউল ইসলাম এমপি, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি BUFT এবং ব্যবস্থাপনা পরিচালক ওনার্স গ্রুপ। এছাড়া অনারারি গুড উইল এম্বাসেডর হিসেবে স্বাক্ষর করেছেন অনারারি কনসাল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, বাংলাদেশ সরকারের অনারারী কনসুলেট, NRW জার্মানি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিনিস্ট্রিয়াল কন্ডাক্টর Thönnissen, রাজ্যের সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, জার্মানি, প্রফেসর ডঃ মেরিয়ন হাফম্যান, রিপ্রেজেনটেটিভ Hochschule Niederrhein, বিপণন এবং ব্যবসা প্রশাসনের অধ্যাপক, মোঃ শফিউল ইসলাম এমপি, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি BUFT এবং ব্যবস্থাপনা পরিচালক ওনার্স গ্রুপ, প্রফেসর ড. nat Lutz Vossebein, টেক্সটাইল প্রযুক্তির ডিন, টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট, Hochschule Niederrhein, পাবলিক টেস্টিং এজেন্সি প্রধান, প্রফেসর ড. মনিকা আইজেনস্টেটার, মনোবিজ্ঞান এবং সিএসআর ব্যবস্থাপনার অধ্যাপক, প্রফেসর ড. আলেকজান্ডার বুসগেন, টেক্সটাইল এন্ড ক্লদিংদিং টেকনোলজি অধ্যাপক, শিক্ষা সহযোগিতা সমন্বয়কারী, প্রফেসর ড. এসএম মাহফুজুর রহমান, ভাইস চ্যান্সেলর, বিইউএফটি, অনারারি কনসাল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, বাংলাদেশ সরকারের অনারারী কনসুলেট, NRW জার্মানি,

প্রেসিডেন্ট ফর-বাংলাদেশ এসোসিয়েশন জার্মানী, মোহাম্মদ নাসির, সদস্য, ট্রাস্টি বোর্ড, বিইউএফটি, ম্যানেজিং ডিরেক্টর, মাসুদ অ্যাপারেলস লি, মোঃ মাহিদুল ইসলাম খান, সদস্য ট্রাস্টি বোর্ড বিইউএফটি, ম্যানেজিং ডিরেক্টর, সিটাডেলস অ্যাপারেল লিমিটেড, পরিচালক, ওনাস গ্রুপ, আব্দুল্লাহ হিল রাকিব, সদস্য, ট্রাস্টি বোর্ড বিইউএফটি, ম্যানেজিং ডিরেক্টর টিম গ্রুপ।

 

MoU সমঝোতা স্মারক অনুষ্ঠানটি আয়োজন করেন-অনারারি কনসাল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, বাংলাদেশ সরকারের অনারারী কনসুলেট, NRW জার্মানি।

প্রেসিডেন্ট ফর-বাংলাদেশ এসোসিয়েশন জার্মানী। প্রফেসর ড. আলেকজান্ডার বুসগেন, টেক্সটাইল এন্ড ক্লদিংদিং টেকনোলজি অধ্যাপক, শিক্ষা সহযোগিতা সমন্বয়কারী।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪