ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে অবৈধভাবে টিসিবির পন্য বিক্রি, অভিযান

মোঃ আবদুল রহিম জয় চৌধুরী, ফেনী :

 

ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর বাজারে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রি করাকালীন ৩৩ বস্তা চাল, ১৬ বস্তা ও খুচরা ৭০ কেজি ডাল, ৮৩ বোতল তেল (প্রতি বোতল ২ লিটার করে) জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মেহরাজ শারভীন।

 

শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে মালামালগুলো জব্দ করা হয়। জানা গেছে, ডিলার নজরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে তার বাসার পাশে একটি দোকানে এসব মালামাল রেখেছেন। শুক্রবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

 

বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪