ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রেনের ধাক্কায় ‍অ‍্যাম্বুলেন্স মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর শাজাহানপুর থানার খিদমাহ হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় আবির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেলের বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ছিলেন।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাঈদ জানান, দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তি খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে রেল লাইন দিয়ে অন্যমনস্ক হয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অ্যাম্বুলেন্স চালক শাহীন মিয়া বলেন, আমার মালিক যেই অ্যাম্বুলেন্সে করে শত শত রোগী হাসপাতালে নিয়ে যেত। আজ সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমরা এই বেদনাদায়ক ঘটনা কি করে সইব।

 

তিনি আরও বলেন, আবির হোসেন মাদারীপুর সদরের কুমারখালীর পেয়ারপুর গ্রামের চাঁন বেপারীর ছেলে। খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে ভাড়া থাকতো। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪