ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে এক কিশোরের মৃত্যু

পেকুয়া উপজেলা প্রতিনিধি :

 

কক্সবাজারের পেকুয়ায় গাছে উঠে ডাল কাটতে গিয়ে মুহাম্মদ তরিক (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার প্রবাসী কামাল হোসেনের পুত্র।

 

স্থানীয়রা জানান, সকালে তরিক তার বাড়ীর ফুল গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪