ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের রামু বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৩ কেজি গাঁজা উদ্ধার এবং এক নারীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ টা ৫০ মিনিটে চট্টগ্রাম হতে বাসযোগে আসা দুই যাত্রীকে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের সাথে থাকা বাজারের ব্যাগ এবং স্কুলব্যাগ তল্লাশি করে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতার নুর কামাল (২০), টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার মোঃ আবু সৈয়দের ছেলে। তার সাথে থাকা তসলিমা আক্তার (৩৪) কুমিল্লা সদর থানার আবু ছৈয়দের মেয়ে। বর্তমানে তারা টেকনাফের নাইটং পাড়ার বাসিন্দা।

 

উদ্ধার গাঁজাসহ গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪