শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজার আদালত প্রাঙ্গনে কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প, স্টিকারসহ বিভিন্ন নকল কাগজপত্র বিক্রি ও জালিয়াতচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন সোমবার বিকেল চারটার দিকে এই অভিযান পরিচালনা করেন।
এসময় আদালত চত্বরে ব্যবসা করে আসা দুই ভেন্ডারের নিকট থেকে একাধিক জাল কোর্টফিসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মালেক ভেন্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ মালেক ও প্রকাশ ভেন্ডারের কর্মচারী সুকুমার।
আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাবেদ ও ম্যাজিষ্ট্রেট এহেছান উপস্থিত ছিলেন।