ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র যাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো

আন্তর্জাতিক বাংলা:

গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত ও মানবাধিকার লঙ্ঘনসহ নানা অপরাধে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান- এমনকি দেশের ওপরও একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এবার সুদানের দুই সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বা ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এবং দেশটির পররাষ্ট্র দপ্তর ইউএস স্টেট ডিপার্টমেন্ট আলাদাভাবে এ নিষেধাজ্ঞা জারি করে।

সংঘাতরত দেশটির আধাসামরিক বাহিনীর (আরএসএফ) নেতা আবদেল রহিম হামদান দাগালোর (হেমাথি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি।

অন্যদিকে আরএসএফের আরেক কমান্ডার আবদেল রহমান জুমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট।

ডিপার্টমেন্ট অব ট্রেজারির বিবৃতিতে বলা হয়, আবদেল রহিমের নেতৃত্বের‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত রয়েছেন। এর মধ্যে আছে বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত হত্যাকাণ্ড, যৌন সহিংসতার ব্যবহার।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪