নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ ইলিয়াছ (৪৩) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) ভোরে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
ইলিয়াছ ওই ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের হেড মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (১২ মে) রাতে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন ইলিয়াছ। সোমবার ভোরে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়।
এক পর্যায়ে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।