ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের ৪ আসনে নৌকার টিকিট পেলেন যারা

সালেহ আহমদ স’লিপক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ৪ জন। এরমধ্যে নতুন ২ জন মৌলভীবাজার-২ থেকে মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ থেকে মোঃ জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পান। মৌলভীবাজার ১ ও ৪ আসনে অপরিবর্তিত রাখা হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় সুত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনপ ৪ বারের সাবেক এমপি, পরিববেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক, ক্রীড়া সংগঠক মোঃ শফিউল আলম চৌধুরী নাদেল।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে শিল্পপতি ও ও শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্ঠা মোঃ জিল্লুর রহমান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সাবেক চিফ হুইপ ও ৬ বারের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।