ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিমানের কার্গো হোলে মিলল ২৫ কোটি টাকার স্বর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের কার্গো হোলে মিলেছে ২৫ কোটি টাকার স্বর্ণ। উড়োজাহাজটি থেকে ঢাকা কাস্টমস প্রিভেনটিভ টিম ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি সোনার বার জব্দ করেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

মোকাদ্দিস হোসেন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাস্কট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এর আগেই গোয়েন্দা সূত্রে সংবাদ আসে ফ্লাইটটিতে অবৈধ সোনার বার রয়েছে। পরে ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে ফ্লাইটটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ হওয়া ২০৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ২৩ কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। স্বর্ণের বারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।